পোস্টের শিরোনাম দেখে হয়তো চমকে গেছেন যে এটা কিভাবে সম্ভব। একসাথে এতো এমবি কখনোই ফ্রিতে দেওয়ার কথা না। হুম, আপনি সত্যিই দেখতেছেন যে, একসাথে এতো এমবি বাংলালিংক আপনাকে ফ্রিতে দিচ্ছে কিছু শর্তের উপর ভিত্তি করে। বাংলালিংক মূলত এই ক্যাম্পেইনটি দিয়েছে স্মার্টফোনের কয়েকটি ব্র্যান্ডের নির্ধারিত কয়েকটি মডেলের উপর। যেখানে বলা হচ্ছে যে, আপনি যদি উক্ত ব্র্যান্ডের উক্ত মডেলটি ক্রয় করে বাংলালিংক সিম ব্যবহার করেন তাহলে আপনি এই ১৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন।
এখন আপনি হয়তো বলবেন যে, বাংলালিংক এর ১৫ জিবি ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য তাহলে কী আমাকে নতুন একটি স্মার্টফোন কিনতে হবে। আরে না, আমার কথা এখনো শেষ হয়নি। আপনি নতুন স্মার্টফোন না কিনতে পারলেও আপনার যদি তাদের ক্যাম্পেইনে উল্লেখিত স্মার্টফোন আগেই থেকে থাকে এবং সেটিতে যদি আপনি কখনো বাংলালিংক সিম ব্যবহার না করে থাকেন। তাহলে সেটিতে যদি আপনি নতুন করে বাংলালিংক সিম ব্যবহার করেন তাহলে আপনি উক্ত অফারের আওতাভুক্ত হবেন।
এইবার আসুন কোন কোন স্মার্টফোন এই অফারের আওতাভুক্ত তা আমরা আগে দেখে নেই। এইগুলোতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি উক্ত অফারটি পাবেন। যদি উপরের শর্ত পূরণ করতে পারেন। নিচে নির্ধারিত ব্র্যান্ড এবং মডেলগুলো তুলে ধরা হলো।
Infinix: HOT10, HOT10 Play, HOT10S, Note 10, Note 8i, Smart 5, Smart HD, HOT 9 Play, Smart 5 Pro.
iPhone: iPhone11, iPhone11 Pro, iPhone11 Pro Max.
itel: A25 Pro, A26, A36, A47, A48, Vision 1, Vision 1 Plus, Vision 1 Pro, Vision 2, Vision 2 Plus, Spark 6 Air, L5002P, L6005, Spark 5 Pro, Spark 6, Vision 2s,
KaiOS: T19, T19i.
Motorola: Moto E7 Plus, Moto G10, Moto G10 Power, Moto G30, Moto G40 Fusion, Moto G60, Moto G8 Power Lite, Moto G9 Play, Moto G9 Plus, Lenovo Tab M10 HD, Lenovo Tab M8.
Oppo: A12, A15, A1K, A31, A33, A3S, A5, A5 2020, A52, A92, F17 Pro, F3, F5, A15S, A16.
Poco: C3, M2 Pro, M3, X3, X3 NFC, M2, M3 Pro 5G.
Realme: 6, C21, C25, 5i, 6i, 7 Pro, 7i, 7pro, 8 Pro, 8pro, C11, C11 2021.
Samsung: A01, A32, A52, A52s, A72, M01, A03s, A10s, A12, A2 Core, A20, A20s, A21s, A22, A30, A30s, A31, A32, A50, A50s, A51, A52, A52s, A70, A71, A72, F22, M01, M01 Core, M01s, M02, M02s, M10, M11, M12, M20, M21, M30s, M31, M32, M40, M51, M62, Note 10 Lite, Note 10+, Note 20, Note 20 Ultra, Note10 Lite, S20 FE, S20 Ultra, S20+, S21 Ultra, S21 Ultra 5G, S21+, Tab A (2019), Tab A 10.1, Tab A 2019, Tab A7, Tab A7 LITE, Tab S6 Lite, Z Flip3, Z Fold2, Z Fold3.
Symphony: Atom, Atom II, G10, i110, i12, i15, i30, i32, i66, i67, i69, i74, i95, i98, i99, V105, V94, V97, V99+, V99Plus, Z12, Z16, Z18, Z25, Z28, Z30, Z30Pro, Z32, Z33, Z35, Z40, Z50.
Tecno: A26, A48, Camon 15, Camon 16, Camon 16 Premier, Camon 16 Pro, Camon 17, Camon 17 Pro, Camon 17P, KE5, Pouvoir 4, Spark 5 Air, Spark 5 Pro, Spark 6, Spark 6 Air, Spark 6 Go, Spark 7, Spark 7 Pro, Spark Go, Vision1 Pro, Vision2.
Vivo: Y12s, Y1s, Y20, Y20 2021, Y20G, Y30, S1 Pro, V19, V20, V20SE, V21, V21 e, Vivo Y12s, X60 Pro, Y11, Y12, Y12A, Y21A, Y30, Y50, Y51, Y53s, Y90, Y91C.
Walton: Primo D10, Primo D9, Primo E10+, Primo E11, Primo E12, Primo E9, Primo F10, Primo F8s, Primo F9, Primo G9, Primo GH8, Primo GH9, Primo H8 Turbo, Primo H8 Pro, Primo H9, Primo H9 Pro, Primo HM5, Primo HM6, Primo N4, Primo N5, Primo NF4, Primo NF5, Primo NH4, Primo NH5, Primo R6, Primo R6 Max, Primo R8, Primo RM4, Primo RX7, Primo RX7 Mini, Primo RX8, Primo RX8 Mini, Primo S7 Pro, Primo ZX4.
Xiaomi: MI 11x, Redmi 9, Redmi 9 Dual Camera, Redmi 9 Power, Redmi 9A, Redmi 9C, Redmi 9T, Redmi Note 10, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max, Redmi Note 10s, Redmi Note 8, Redmi Note 9, Redmi Note 9 Pro, Redmi Note 9S.
যদি উপরোল্লিখিত কোন স্মার্টফোন আপনার আগের থেকে থাকে বা নতুন করে ক্রয় করে থাকেন। তাহলে আপনি স্মার্টফোনটিতে বাংলালিংক সিম প্রবেশ করানো মাত্রই নিচের মত এইরকম ম্যাসেজ বা বার্তা আসবে। ম্যাসেজটি দুই রকমে আসতে পারে। অর্থাৎ বাংলা বা ইংরেজিতে আসতে পারে।
ম্যাসেজটি বাংলায় এইরকম আসবে - “অভিনন্দন! আপনি বিনামূল্যে 15GB/12 মাস এবং 48 পয়সা/মিনিট 7 দিনের (প্রথম মাস) অফারের জন্য যোগ্য। প্রথম মাসে 7 দিনের জন্য 4GB (3GB+1GB টফি) পেতে *121*700# ডায়াল করুন এবং বাকি 11 মাসের জন্য 1GB(0.5GB+0.5GB টফি)-7 দিন”।
ম্যাসেজটি ইংলিশে এইরকম আসবে - “Congratulations! You are eligible for Free 15GB/12 Month and 48 paisa/minute for 7 days (first month) offer. Dial *121*700# to get 4GB (3GB+1GB Toffee) for 7 days on first month and 1GB(0.5GB+0.5GB Toffee)-7 days for remaining 11 months”.
তবে হ্যাঁ, আপনি যদি এই ম্যাসেজ বা বার্তাটি পেতে চান বা আপনি এই অফারটি পেতে চান, আপনাকে যা করতে হবে তা হলো আপনার স্মার্টফোনে যদি সিমের স্লট দুইটি হয়ে থাকে তাহলে প্রথম স্লটটিতে আপনার বাংলালিংক সিমটি প্রবেশ করাতে হবে। তাহলেই এই ম্যাসেজ বা বার্তাটি পাবেন।
এই অফারটি মূলত প্রথম মাসে ৪ জিবি পাবেন ৭ দিনের জন্য। ৩ জিবি + ১ জিবি টফি অ্যাপের জন্য। আর বাকী ১১ মাসে ১ জিবি করে পাবেন। ৫০০ এমবি + ৫০০ এমবি টফি অ্যাপের জন্য।
বিস্তারিত:
>> বোনাস অফার সকল প্রিপেইড এবং CnC গ্রাহকদের জন্য প্রযোজ্য।
>> যোগ্য হ্যান্ডসেটের জন্য, বাংলালিংক সিমটি সিম স্লট 1-এ থাকতে হবে এবং বিনামূল্যে ইন্টারনেট অফারটি পেতে ডায়াল করুন *5000*521#।
>> বাকি 11 মাসের জন্য, গ্রাহকদের একই হ্যান্ডসেটের সাথে *5000*523# ডায়াল করতে হবে।
>> যোগ্যতার ভিত্তিতে, বোনাস সর্বাধিক 48 ঘন্টার মধ্যে বিতরণ করা হবে।
>> গ্রাহক যদি বর্তমানে কোনো ডিভাইস ক্যাম্পেইনে থাকেন এবং একটি নতুন ক্যাম্পেইনে যেতে চান, তাহলে তাকে আগের ক্যাম্পেইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
>> অবশিষ্ট প্যাক ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#
>> এই হ্যান্ডসেটগুলি অন্য অপারেটরের সিমের সাথে ব্যবহার করা যেতে পারে।
>> 4G গতি উপভোগ করার জন্য গ্রাহকদের 4G কভারেজ এলাকায় থাকতে হবে এবং 3G গতি উপভোগ করতে 3G কভারেজ এলাকায় থাকতে হবে।
>> যদি একজন গ্রাহক 4G/3G কভারেজের বাইরে থাকেন, তাহলে তিনি শুধুমাত্র 2G গতি উপভোগ করতে পারবেন।
>> প্যাক ভলিউম বা বৈধতা শেষ হওয়ার পরে, আপনাকে 10KB পালস সহ TK.1/MB (ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ ব্যতীত) পে-অ্যাজ-ইউ-গো হারে চার্জ করা হবে। টাকার পর। 6.09 (ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ সহ) আপনার পে-অ্যাজ-ইউ-গো ইন্টারনেট ব্যবহার ব্লক করা হবে।
>> মনে রাখবেন এটি একটি সীমিত সময়ের অফার। তাই যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
অবশেষে পোস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাই এখন কিছু কথা বলি। কখাটি হলো আপনার যদি উপরোল্লিখিত কোনো স্মার্টফোন না থেকে থাকে তবে আপনার কাছে যে স্মার্টফোনটি আছে সেটিতে কখনো বাংলালিংক সিম ব্যবহার করেন নাই। তাহলে সেই স্মার্টফোনটিতে একটি বাংলালিংক সিম ব্যবহার করে দেখতে পারেন যে, আপনি অফারটি পাবেন কিনা। এর জন্য ম্যাসেজের অপেক্ষায় না থেকে উপরোল্লিখিত ডায়াল কোডটি ডায়াল করে জেনে নিতে পারেন।
আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment.