উপরে রেজিস্টার বাটন এ ক্লিক করলে রেজিস্টার পেজটি চালু হবে। নতুন ইউজার তৈরি করতে হলে সঠিক তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করুন। রেজিস্টার নাউ বাটনটিতে ক্লিক করুন।
অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি ম্যাসেজ দেখাবে। এখন বিএসপি থেকে বের হয়ে যাবেন এবং আপনার মেইলে প্রবেশ করুন।
আপনার মেইলে বিএসপিমেইলসার্ভিস নামে একটি মেইল পাবেন। মেইলটি চালু করুন।
চিত্রে অ্যারো চিহ্নিত ক্লিক লেখাটির উপর ক্লিক করুন।
আপনার নামে যে ইউজার তৈরি করা হয়েছে সেই ইউজার নেম (মোবাইল নাম্বার/ইমেইল) পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
০৪ মিনিটের মধ্যে আপনার প্রদানকৃত মোবাইলে একটি ম্যাসেজ আসবে। ম্যাসেজ এর মধ্যে একটি ওটিপি নাম্বার আছে। ওটিপি নাম্বারটি বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
ওটিপি ভেরিফাই সাকসেসফুলি ম্যাসজটি দেখা যাবে। ইউজার নেম (মোবাইল নাম্বার/ইমেইল) পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
বাম সাইডের মেন্যুবারের অ্যাপয়েন্টমেন্ট এ ক্লিক করলে অ্যাপয়েন্টমেন্ট ফর ফিটনেস পেজটি চালু হবে, পেজটি যথাযথভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
বাম সাইডের মেন্যুবারের ড্রাইভিং লাইসেন্স এ ক্লিকের পর লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন এ ১, ৩ এবং ৪ নং এর ডকুমেন্ট সংগ্রহে রাখুন এবং ২নং ডকুমেন্টের জন্য ক্লিক হেয়ার এ ক্লিক করুন।
তারপর উপরের চিত্রটির মতো আসবে এখানে সেভ ফাইল এ ক্লিক করলে ডাউনলোড ফোল্ডারে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। অতঃপর অ্যাগরি বাটন এ ক্লিক করুন।
উপরের চিত্রের মতো ফরমটি রেজিস্ট্রার্ড ডাক্তার এর মাধ্যমে ফরমটি যথাযথভাবে পূরণ করুন।
সঠিক তথ্য দ্বারা ফরমটি পূরণ করুন। ১নং তীর চিহ্নিত অংশে ছবি যুক্ত করুন। ২নং তীর চিহ্নে মেডিকেল সার্টিফিকেট যুক্ত করুন, ৩নং তীর চিহ্নে ন্যাশনাল আইডি বা অন্যান্য সনদ যুক্ত করুন। ৪নং তীর চিহ্নে বিদ্যুৎ বিল যুক্ত করুন। এরপর সেভ বাটন এ ক্লিক করুন।
বাম পাশের মেন্যু বারের ড্রাইভিং লাইসেন্স মেন্যু তে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর স্মার্ট কার্ড এ ক্লিক করলে স্মার্ট কার্ড অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হবে। অ্যাপ্লিকেশন টাইপ নতুন হলে নিউ এবং পুরাতন হলে এক্সিস্টিং সিলেক্ট করে নিতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে সেভ বাটনে ক্লিক করুন।
বাম পাশের মেন্যু বারের ড্রাইভিং লাইসেন্স মেন্যু এ ক্লিক করে লাইসেন্স ট্যাগিং এ ক্লিক করলে ড্রাইভিং লাইসেন্স ট্যাগিং পেজটি চালু হবে। যথাযথ তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন।
বাম পাশের মেন্যু বারের এর ড্রাইভিং লাইসেন্স মেন্যু এ ক্লিক করে ড্রাইভার ট্যাগিং এ ক্লিক করলে উপরের পেজটি ওপেন হবে। ড্রাইভার ভেরিফিকেশন এর তথ্য দিয়ে সার্চ বাটনে এ ক্লিক করলে ড্রাইভার ইনফরমেশন দেখা যাবে। ট্যাগ ভেহিকেল এ যে যানবাহনটি ট্যাগ করবেন সিলেক্ট বক্সে ক্লিক করে সেভ করুন।
বাম পাশের মেন্যু বার এর ভেহিকেল রেজিস্ট্রেশন মেন্যু এ ক্লিক করে ভেহিকেল ট্যাগিং এ ক্লিক করলে ভেহিকেল ট্যাগিং পেজটি চালু হবে। যথাযথ তথ্য দিয়ে ফরমটি পূরণ করে ট্যাগ এ ক্লিক করলে ড্যাশবোর্ড এ ভেহিকেল ট্যাগিং সাকসেসফুলি ম্যাসেজ দেখা যাবে। ট্যাগ ভেহিকেল টেবিল এ ভেহিকেল ইনফরমেশন দেখা যাবে।
ড্যাশবোর্ডে এর সার্ভিস পেমেন্ট হিস্টোরি এ ক্লিক করলে উপরের পেজটি ওপেন হবে। ফর্ম ডেট এন্ড টু ডেট পূরণ করে সার্চ বাটন এ ক্লিক করলে পেমেন্ট হিস্টোরি দেখতে পাবেন্।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.