জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৩ এর বাংলা ডাবিং ডাউনলোড করে নিন। - TutorialBD71-টিউটোরিয়ালবিডি৭১ জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৩ এর বাংলা ডাবিং ডাউনলোড করে নিন। | TutorialBD71-টিউটোরিয়ালবিডি৭১
Loading...
মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৩ এর বাংলা ডাবিং ডাউনলোড করে নিন।



বিনোদন পাড়ার সকল দিক বিবেচনা করে বিনোদন পাড়া বলতে আমরা হলিউডকে বুঝি। এছাড়াও আরও অনেক ধরনের নামি-দামি বিনোদন পাড়া রয়েছে। লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে সিরিজ টাইপের বিনোদনগুলি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আর এই সিরিজ টাইপের বিনোদনের মধ্যে তুর্কি সিরিজগুলি বেশ ভালো অবস্থানে রয়েছে। যা হয়তো অনেকে এতোদিনে উপলব্ধি করেও ফেলেছেন। আমার জানামতে অনেকেই তুৃর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সাথে বেশ পরিচিত। কারণ অনেকেই আছেন এই সিরিজটির নিয়মিত দর্শক। যার কারণে অধিকাংশই এর সম্পর্কে জানেন। আমার আজকের টপিকটি মূলত যারা এই সিরিজটির নিয়মিত দর্শক তাদের জন্য।

এই তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এতোই জনপ্রিয় যে, এটি এখন বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে প্রচারিত হচ্ছে আর দর্শকদের মাঝে বেশ সাড়াও ফেলতেছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশেও এর বাংলা ডাবিং ভার্সন তৈরি হয়েছে এবং বাংলা ভাষাভাষী মানুষদের কাছেও এই ভিনদেশী সিরিজ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমরা যারা এই কুরুলুস ওসমান সিরিজটির দর্শক রয়েছি তারা সকলেই এই সিরিজটি দুইটি সিজন অর্থাৎ সিজন-০১ ও সিজন-০২ আমাদের মাতৃভাষা বাংলায় দেখতে পেয়েছি। দুঃখের বিষয় হচ্ছে সিজন-০২ শেষ হওয়ার পর আমরা আর সিজন-০৩ এর দেখা পাইনি। এতোদিন অধীর আগ্রহে ছিলাম কুরুলুস ওসমান এর সিজন-০৩ এর বাংলা ভার্সনের জন্য। অবশেষে সেই আশা পূরণ হয়েছে কারণ আমাদের অতি আগ্রহের তুর্কি সিরিজ কুরুলুস ওসমান সিরিজের সিজন-০৩ এর এখন বাংলা ভার্সন শুরু হয়েছে।

সিরিজটির কিছু সংক্ষিপ্ত তথ্যঃ

  • নাম: কুরুলুস ওসমান (Kurulus: Osman)
  • অরিজিন: তুর্কি
  • ভাষা: অফিসিয়ালি তুর্কিশ ও আরবি। আনঅফিশিয়ালি বাংলা, উর্দূ ও ইংরেজি ছাড়াও আরো অনেক ভাষা।
  • রিলিজ: সিজন-০১, ১৯শে নভেম্বর ২০১৯। সিজন-০২, ০৭ই অক্টোবর ২০২০। সিজন-০৩, ০৬ই অক্টোবর ২০২১।
  • ধরন: হিস্টোরিকাল, অ্যাডভেনসার, অ্যাকশন, ইসলামিক
  • সিজন: ০৩

কুরুলুস ওসমান এর সিজন-০৩ এর কাহিনী সংক্ষেপঃ

কুরুলুস ওসমান সিরিজের যারা নিয়মিত দর্শক তারা আশা করি এর আগের এই সিরিজের বাংলা ভাষায় ডাবিংকৃত দুইটি সিজন দেখে ফেলেছেন এবং সেগুলির কাহিনী সম্পর্কে অবগত রয়েছেন। আমরা এখানে এখন শুধুমাত্র সিজন-০৩ এর সংক্ষিপ্ত কাহিনী সম্পর্কে একটু জেনে নিবো। ওসমানের দুই স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রী মালহুন হাতুন প্রথম স্ত্রী বালা হাতুনের গর্ভাবস্থার কথা জানতে পারেন এবং তাই তাকে ঈর্ষান্বিত করতে থাকেন। ওসমান হরমানকায়া টেকফুর মিখাইল কোসেস এবং বিলেসিক টেকফুর রোগাটাস লস্কারিসের মুখোমুখি হন পাপাজ গ্রেগরের জন্য। যিনি একজন যাজক যিনি বাইজেন্টাইন সম্রাট দ্বারা বন্দী হয়েছিলেন এবং তিনি পরে টেকফুর রোগাটাসের সাহায্যে পালিয়ে যান। অন্য বসতির বে তুরগুত একজন সাহসী আলপ এবং তুর্ক বে যিনি বাইজেন্টাইনদের বিরোধিতা করেন এবং তাদের শায়েস্তা করতে ওসমান বেয়ের সাথে শক্তিশালী জোট গঠন করেন। এদিকে ওসমান বে তার পুরানো শত্রু টেকফুর আয়া নিকোলার সাথে আবার বিরোধে জড়িয়ে পড়েন। নিকোলা দিয়েগো এবং আনসেলমো সহ কাতালান কোম্পানি এর সাহায্যে ওসমানের বিরূদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ওসমান বে শেষ পর্যন্ত কাতালানদের পরাজিত করতে সক্ষম হন। টেকফুর আয়া নিকোলা মিখাইল কোসেসের বোন মারিকে বিয়ে করতে চায়। কিন্তু এইদিকে মারি নিকোলাকে বিয়ে তরার বদলে তুর্কি গোষ্ঠী তুরগুত বেয়ের প্রেমে পড়েছে এবং পরে তারা বিয়েও করেছেন। এরমধ্যে ওসমান বে এবং বালা হাতুন এর একজন বাচ্চা ছেলে জন্ম নেয় যার নাম আলাউদ্দিন আলী। ছেলে জন্মের আনন্দ উপলক্ষে আনন্দ উদযাপনের জন্য একটি বিশাল ভোজের অনুষ্ঠান করা হয়। তুরগুত বে এর গর্ভবতী স্ত্রী মরিয়ম হাতুন (মারি) বিষক্রিয়ার কারণে মারা যায় এবং গুন্দুজ বে কে এর জন্য সন্দেহ করা হয়। আর এইভাবে একের পর এক ওসমান বিভিন্ন ধরনের বাঁধার বা সমস্যার সম্মুখীন হন। একপর্যায়ে তিনি সকল ধরনের বাঁধা পেরিয়ে সফলভাবে ইনেগোল এবং ইয়েনিসেহির দুর্গ জয় করেন। কিন্তু এতো সফলতার পরও তার বড় ভাই গুন্দুজ, চাচি মা সেলকান এবং তার চাচাতো বোন আইগুল সহ তার ঘনিষ্ঠদের অনেককে হারিয়ে ফেলেন। আর সিরিজে তাই দেখা যাবে।


কুরুলুস ওসমান সিজন-০৩ এর বাংলা ডাবিং বা ভার্সন ডাউনলোড লিংকঃ

কুরুলুস ওসমান সিরিজের সিজন-০৩ এর প্রতি সপ্তাহে পর্ব আকারে প্রকাশ করা হবে। তাই প্রতিটি পর্বের ডাউনলোড লিংকের আপডেট পেতে আমাদের সাথে থাকার পরামর্শ রইলো। নিচে থেকে পর্ব আকারে ডাউনলোড করতে পর্বের নাম অনুযায়ী লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

আর এই ছিলো মূলত আমার আজকের টপিকের মূল বিষয়বস্তু। উল্লেখ্য আমি কিন্তু এখানে কুরুলুস ওসমান সিরিজের পুরো রিভিউ তুলে ধরেনি। যেহেতু এই সিরিজটি এখন পর্যন্ত কয়েকটি সিজনে প্রকাশ পেয়েছে। আমি শুধু এখানে সর্বশেষ সিজন-০৩ নিয়ে রিভিউ করেছি। তো যারা এতোদিন এর জন্য অধীর আগ্রহে ছিলেন তারা আর দেরি না করে বাংলা ভাষায় উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়ে নিন।

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০১ ও ০২ এর বাংলা ও উর্দূ বা হিন্দি ভার্সন ডাউনলোড করে নিন।


আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment.

 

Enter your email address:

Delivered by Mahbub Pathan


Home | About US | Ceo and Founder | Privacy Policy | Contact Us
TOP