Wordpress ব্লগ Microsoft IIS এ হোস্ট করুন। (পর্বঃ০২) - TutorialBD71-টিউটোরিয়ালবিডি৭১ Wordpress ব্লগ Microsoft IIS এ হোস্ট করুন। (পর্বঃ০২) | TutorialBD71-টিউটোরিয়ালবিডি৭১
Loading...
সোমবার, ২৫ জুলাই, ২০২২

Wordpress ব্লগ Microsoft IIS এ হোস্ট করুন। (পর্বঃ০২)



Microsoft IIS এর মাধ্যমে Wordpress হোস্ট করার দ্বিতীয় পর্ব নিয়ে আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। এই পর্বে আমরা MySQL সার্ভার এবং Wordpress কনফিগারেশন করা শিখবো। যা আমরা প্রথম পর্বে বলেছিলাম। এখন কথা হলো আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে আপনাকে সেটি আগে দেখে নিতে হবে। তানাহলে এই পোস্টের কোনকিছু বুঝবেন না।

এই টপিকের উপর প্রথম পর্ব বা প্রথম টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন।

প্রথম পর্বটি আগে দেখে থাকলে ভালো কথা। আর না দেখে থাকলে আমি আপনাকে আবারো বলব উপরে উল্লেখিত লিংক থেকে এই টপিকের পূর্বের পর্বটি দেখে নিতে। দেখা হয়ে গেলে এইবার এই পর্বটি শুরু করুন।

Microsoft IIS ব্যবহার করে Wordpress ব্লগ ইনস্টল করুনঃ

প্রথমে আমাদের MySQL এ একটি ডাটাবেস তৈরি করতে হবে। এর জন্য MySQL command-line client রান করুন। তারপর উপরের স্ক্রিনশটের মত প্রথম পর্বে দেখানো যে রুট পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এখানে দিয়ে Enter বাটন চাপুন। এন্টার 

চাপার পর নিচের কমান্ডটি দিন।

যা ঠিক উপরের স্ক্রিনশটের মত দেখতে হবে।

Wordpress কনফিগারেশনঃ

MySQL এর কাজ শেষ হওয়ার পর এইবার আমরা Wordpress কনফিগারেশন করব। এর জন্য আপনি একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে আপনার LAN IP টি লিখুন যেটা সাধারণত 168.192. দিয়ে শুরু হয় যেটা আমরা এই টপিকের প্রথম পর্বে বলেছিলাম। তারপর Enter দিন বা ব্রাউজ করুন। ব্রাউজ করার পর উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে Create a configuration file এ ক্লিক করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মত Let's go বাটনে ক্লিক করুন।

লেটস গো বাটনে ক্লিক করার পর উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে আপনাকে ডাটাবেজ তৈরি করার সময় যে Database Name, User Name, Password, Database Host দিয়েছিলেন সেগুলো এখানে পূরণ করে দিতে হবে এবং পূরণ করার পর Submit বাটনে ক্লিক করুন।

এইবার উপরের স্ক্রিনশটের মত Run the install বাটনে ক্লিক করুন।

তারপর দেখুন উপরের স্ক্রিনশটের মত আসবে এখানে আপনি আপনার পছন্দমতো সাইটের টাইটেল, ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মত ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Log in বাটনে ক্লিক করুন।

লগ ইন করার পর দেখুন আপনার ড্যাশবোর্ডটি চলে এসেছে। এইবার আপনি এটি পরিচালনা করার জন্য প্রস্তুত। তাহলে আর দেরি না করে আপনার ব্লগ বা ওয়েবসাইটটি সাজানো বা গুছানো শুরু করে দিন।

আপনার সাইটটি এখন কিন্তু আইপি অ্যাড্রেস এর উপর তৈরি হয়েছে। উক্ত সাইটের ওয়েব প্রিভিউ দেখতে আইপি অ্যাড্রেস দিয়ে ভিজিট করলে উপরের স্ক্রিনশটের মত দেখতে পাবেন। আপনি চাইলে এটিকে আইপি থেকে কোন টেক্সট বা ওয়েবসাইটের নামের মত কনভার্ট করে নিতে পারেন। এর জন্য অনেক সাইট রয়েছে। আপনি চাইলে এই লিংকে গিয়ে আইপি থেকে কোন টেক্সট বা নামে কনভার্ট করে নিতে পারেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment.

 

Enter your email address:

Delivered by Mahbub Pathan


Home | About US | Ceo and Founder | Privacy Policy | Contact Us
TOP