মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি অ্যাপ। - TutorialBD71-টিউটোরিয়ালবিডি৭১ মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি অ্যাপ। | TutorialBD71-টিউটোরিয়ালবিডি৭১
Loading...
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি অ্যাপ।



বর্তমান সময়ে সকলের হাতে স্মার্টফোন থাকাতে এখন সকলেই কমবেশি যেখানে সেখানে ছবি তুলে থাকেন। যদিও সবাই না অল্পকিছু সংখ্যক লোক রয়েছে যারা ছবি তোলেন না, যার মধ্যে আমি একজন। তবে বেশিরভাগ লোকই ছবি তুলতে পছন্দ করেন। এর মধ্যে অনেকেই আছেন আবার ছবিগুলোকে একটু এডিট করে আরো সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেন। যা এখন মোবাইল দিয়ে করা যায় সহজে। আগে মূলত কম্পিউটার দিয়ে করতে হতো এইসব ধরনের কাজ। এখন আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনাকে এই পোস্টের মাধ্যমে আমি কিছু অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনি সহজে যেকোনো ছবিকে এডিট করতে পারবেন।

ছবি এডিট করার জনপ্রিয় অ্যাপগুলির তালিকাঃ

আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে ফটো এডিট সরার জন্য যে অ্যাপগুলির তালিকা তৈরি করেছি সেগুলো বিভিন্ন সোর্স বা সূত্র থেকে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করার চেষ্টা করেছি। তালিকায় উল্লেখিত প্রতিটি অ্যাপেই ইউজার রেটিংয়ের দিক থেকে খুব ভালো অবস্থায় রয়েছে। বলতে গেলে প্রতিটি অ্যাপই এক একটি থেকে এক একটি অনন্য। এক একটি এক এক কাজের জন্য একটি থেকে আরেকটি আলাদা।

Adobe Photoshop Fix বা অ্যাডোবি ফটোশপ ফিক্সঃ

ছবি এডিট করার জন্য আমরা প্রথমে যে অ্যাপটির আলোচনা করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ ফিক্স। যা মূলত কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্স এবং ছবি এডিটের কাজ করার জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির তৈরি করা জনপ্রিয় অ্যাপ। অ্যাপটিতে ছবিকে সুন্দর করে তোলার জন্য রিটাচ ও রিস্টোর ফটোজ নামক টুল রয়েছে, যার মাধ্যমে আপনি সহজে ছবিকে সুন্দর করে তুলতে পারবেন। এছাড়াও ছবির আকার, রূপ পরিবর্তনের জন্য লেয়ার, কাট, ফিল্টার সহ আরও ইত্যাদি টুলস রয়েছে। মোবাইলে থাকা ছবি এডিট করার পাশাপাশি নতুন করে কোনো ছবি তুললে তাও সাথে সাথে এডিট করার সুযোগ দিবে আপনাকে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.adobe.adobephotoshopfix লিংকে ক্লিক করুন।

Perfect365 বা পারফেক্ট৩৬৫ঃ

পারফেক্ট অ্যাপটির নাম অনুযায়ী এটির কাজও পারফেক্ট। তবে তা শুধুমাত্র মেয়েদের জন্য। কারণ মেয়েরা মূলত মেকআপ করতে পছন্দ করে, ছেলেরা এর থেকে ব্যতিক্রম। এখন আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এবং সাজতে খুব পছন্দ করেন তাহলে এটি নিশ্চিন্তে আপনার জন্য একটি পারফেক্ট অ্যাপ। এটির মাধ্যমে আপনি আপনার তোলা ছবিতে থাকা ড্রেস বা পোশাকের উপর নির্ভর করে কোন মেকআপ নিলে ভালো হবে তা বলে দিবে। যার মাধ্যমে আপনি সহজে বিভিন্ন রংয়ের লিপস্টিক, আইশ্যাডো, আইলাইনার, মাশকরা ও ব্লাশঅন সহ ইত্যাদি টুলসের ব্যবহার করে ছবিকে সাজিয়ে তুলতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.arcsoft.perfect365 লিংকে ক্লিক করুন।

Photo Effects Pro বা ফটো ইফেক্টস প্রোঃ

অনেকেই আছেন ছবি তোলার পর ছবিকে আরও সুন্দর লুক দিতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে থাকেন। যার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ছবিকে অসাধারণ লাগে। এই অ্যাপটির মধ্যে আপনি ৪০ এরও অধিক ইফেক্টস ও ফিল্টার রয়েছে। ফিল্টারের পাশাপাশি অ্যাপটিতে বিভিন্ন স্টাইলের ফন্ট, ফিঙ্গার পেইন্ট এবং কোলাজও রয়েছে। এতে করে আপনি একাধিক ছবিকে একসাথে সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও স্টিকার ও ফ্রেমও রয়েছে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.dhqsolutions.enjoyphoto লিংকে ক্লিক করুন।

Waterlogue বা ওয়াটারলগঃ

নিজের তোলা ছবিকে যদি চিত্র শিল্পীদের মতো জলরঙে আঁকা ছবির মতো করতে চান তাহলে সেটা কি আপনার দ্বারা সম্ভব, হয়তো না। কারণ আপনি তো চিত্র শিল্পী না। তবে আপনি চিত্র শিল্পী না হলেও আপনি কিন্তু চাইলে আপনার তোলা ছবিকে জলরঙের ছবির মতো তৈরি করতে পারেন। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ওয়াটারলগ অ্যাপটি। অ্যাপটিতে ১৪টিরও বেশি জলরঙের ইফেক্টস রয়েছে। এগুলোর মাধ্যমে ছবিকে জলরঙ ছবিতে রূপান্তর করার পাশাপাশি ছবি বিভিন্নভাবে সম্পাদনাও করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://www.tinrocket.com/apps/waterlogue/ লিংকে ক্লিক করুন। (এটি শুধু অ্যাপল বা আইফোন প্লাটফর্মের জন্য।)

PicsArt বা পিকসআর্টঃ

যারা স্মার্টফোন ইউজার এবং স্মার্টফোনের মাধ্যমে ছবি সম্পাদনা বা এডিট করে থাকেন তাদের কাছে পরিচিত এবং জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে পিকসআর্ট অ্যাপ। অ্যাপটির জনপ্রিয়তার কারণ হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে ছবি এডিট করার প্রায় সকল ধরনের টুলস এই অ্যাপটিতে রয়েছে। এটির টুলসের বিষয়ে আলাদাভাবে কিছু বলার নেই। কারণ এটি এমন একটি অ্যাপ যেটিতে অন্যান্য অ্যাপগুলিতে এক একটি এক এক টুলের উপর ভিত্তি করে তৈরি করা। আর এটিতে আপনি ওগুলোর সব টুলই পাবেন। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio লিংকে ক্লিক করুন।

কোনটির ব্যবহার করবেনঃ

আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে আপনি কোনটি ব্যবহার করবেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজের উপর। এক একটি এক এক কারণে বিখ্যাত। তবে হ্যাঁ, আপনি চাইলে পিকসআর্ট অ্যাপটি ব্যবহার করতে পারেন। যেটিকে একের ভিতর সব বলতে পারেন। আমার মনে হয় অনেকেই ইতিমধ্যে এটি ব্যবহার করতেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment.

 

Enter your email address:

Delivered by Mahbub Pathan


Home | About US | Ceo and Founder | Privacy Policy | Contact Us
TOP