Windows এর সিকিউরিটি সফটওয়্যার Microsoft Defender এখন Android এ। - TutorialBD71-টিউটোরিয়ালবিডি৭১ Windows এর সিকিউরিটি সফটওয়্যার Microsoft Defender এখন Android এ। | TutorialBD71-টিউটোরিয়ালবিডি৭১
Loading...
শুক্রবার, ১৩ মে, ২০২২

Windows এর সিকিউরিটি সফটওয়্যার Microsoft Defender এখন Android এ।



কম্পিউটার ব্যবহারকারীরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে যেমন পরিচিত তেমনই এর অধীনস্ত আরেকটি সেবা মাইক্রোসফট ডিফেন্ডারের সাথেও আশা করি তারা পরিচিত। বিশেষ করে যারা উইন্ডোজ ১০ সহ পরবর্তী ভার্সনগুলো ব্যবহার করতেছেন। তারা এর সাথে অবশ্যই পরিচিত হবেন। কেননা উইন্ডোজ কর্তৃপক্ষ তাদের ১০ ভার্সন থেকে পরবর্তী ভার্সনগুলোতে ডিফল্টভাবে সিকিউরিটি প্রোগ্রাম হিসেবে মাইক্রোসফট ডিফেন্ডার নামে একটি সফটওয়্যারের ব্যবহার করেছে। আমরা যারা জানি এটি অনেক কাজের একটি সফটওয়্যার। যার ফলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এখন আর আমাদের অতিরিক্ত কোন সিকিউরিটি সফটওয়্যার ক্রয় করে ব্যবহার করতে হয় না। মাইক্রোসফট তাদের এই সেবাটি নিজেদের প্লাটফর্ম ছাড়াও অন্যান্য প্লাটফর্মের জন্য তৈরি করেছে। যার পরিপ্রেক্ষিতে এখন অ্যান্ড্রয়েডেও এই সেবাটি পাওয়া যাচ্ছে। তবে এই সেবাটি যদি আপনি পেতে চান তাহলে কিছু শর্ত আছে। তো আর বেশি কথা না বলে এটি সম্পর্কে নিচে থেকে জানা যাক।


"Microsoft Defender Advanced Threat Protection (ATP) এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করবে যেমন ক্ষতিকারক অ্যাপ, বিপজ্জনক ওয়েব সাইট যা তাদের কাছ থেকে তথ্য চুরি করার চেষ্টা করতে পারে। মাইক্রোসফটের এন্টারপ্রাইজে সাইবার নিরাপত্তা ঘটনা প্রতিরোধ, সনাক্তকরণ এবং তদন্ত করার জন্য অপারেশন দল রয়েছে।


এই অ্যাপটি মূলত ব্যবহার করার জন্য আপনাকে Microsoft 365 E5 লাইসেন্স সহ একটি কোম্পানি হতে হবে। এটি শুধুমাত্র একটি বৈধ Microsoft 365 E5 লাইসেন্স সহ এন্টারপ্রাইজ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। মানে সবার জন্য না আরকি। তাই আপনি এটি ব্যবহার করতে চাইলে ইনস্টল করার পর ওপেন করলে প্রথমে বলবে যে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে। তো আপনার যদি উপরোল্লিখিত লাইসেন্স প্রাপ্ত অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই অ্যাপটির সুবিধা ভোগ করতে পারবেন। তার জন্য আপনাকে অ্যাপটিতে লগইন করতে হবে। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

লগইন করার পর অ্যাপটিতে উপরের স্ক্রিনশটের মত ড্যাশবোর্ড দেখতে পাবেন।

অ্যাপটি দ্বারা আপনার ডিভাইসটি স্ক্যান করার পর যদি ইনস্টল করা অ্যাপ থেকে কোন ক্ষতিকারক অ্যাপ খুঁজে পায় তাহলে ঠিক উপরের স্ক্রিনশটের মত দেখাবে।

অ্যাপটিতে ওয়েব প্রটেকশন করার সুবিধা আছে ঠিক উপরের স্ক্রিনশটের মত।

যদি না জেনে কোন ক্ষতিকারক ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে।

অ্যাপের ভিপিএন ব্যবস্থা রয়েছে উপরের স্ক্রিনশটের মত। এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে। তবে দুঃখের বিষয় এটি সবার জন্য উন্মুক্ত না। এখন আপনার যদি তাদের লাইসেন্সকৃত অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এটি আপনি ব্যবহার করতে পারবেন। অন্যথায় পারবেন না। ছবি: সংগৃহীত।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for your comment.

 

Enter your email address:

Delivered by Mahbub Pathan


Home | About US | Ceo and Founder | Privacy Policy | Contact Us
TOP